এক ফোঁটা অবাস্তব
- সাগর রায় ১৭-০৫-২০২৪

এক আধটা পিস এমন বন্ধু ভালো-
তোমার নামে ছন্দ টন্দ লেখে,
তুমি যখন সন্ধাবাতি জ্বালো,

রাতে যখন জানালাতে দাঁড়াও..
রাস্তা থেকে বিভোর হয়ে দেখে৷
আকাশকুসুম ভাবে, সে বেচারা..

যাকে তুমি হয়তো বা দেখনা৷
স্বপ্নগুলো বাস্তবে অকেজো!
তবু.. শুধু বাস্তবেই থেকো না..

বাস্তবে তো ফুল বিছানো রাস্তা,
ধুসর স্বপ্নে পরীর মতো সেজো
আসল খুবই রঙিন, ক্যানভাস টাও৷

বিরতিতে ..একটু রাতের দিকে
খেয়াল করে জীবন টাকে ঢেকো..
যত্ন নিও, না হয়ে যায় ফিকে!

কভারে যে এক ফোঁটা রং লেগে,
থাক মুছোনা৷ স্বপ্নে তাকে রেখো,
..বাস্তবে সে ছন্দ টন্দ লেখে৷৷

- সাগর রায়

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।